নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের মালিকানাধীন মা ইলেকট্রিক মার্ট-এ দুর্বৃত্তের দেয়া অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, থানা পুলিশ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন।
তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। আগুনে তালাবদ্ধ দোকান ঘরের পিছনের অংশে থাকা ফ্যান, বাল্বসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
মা ইলেকট্রিক মার্ট এর প্রোপাইটর উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় রাত নয়টার পরে দোকান তালাবদ্ধ করা হয়। রাত বারটার পরে কোন এক সময় দুর্বৃত্তরা দোকানের বাইরের দেয়ালের ছিদ্র দিয়ে আগুন দিয়েছে। আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ইলেকট্রিক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমরুল হক বলছেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুনের সুত্রপাত নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
দিরাই থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, রঞ্জন কুমার রায়ের দোকানে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে অকুস্থল পরিদর্শন করি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।