নিজেস্ব প্রতিবেদকঃ
৩রা নভেম্বর। জেলহত্যা দিবস। এইদিনে জাতীয় চার নেতাকে জেলে বন্ধি রেখে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া
মাহফিলের মাধ্যমে সুনামগঞ্জের শাল্লায় জেলাহত্যা দিবস পালন করে উপজেলারআওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন।
বুধবার ৩ নভেম্বর বেলা ১১টায় শাল্লা উপজেলা আ’লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা অজয় তালুকদারের পরিচালনায় ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি
অলিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া, কোষাধ্যক্ষ বিধুভ‚ষণ রায়, উপজেলা ভাইস
চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির, আটগাঁও ইউপি আ’লীগের সাধারণ
সম্পাদক মামুন আল কাওছার, মহিলা নেত্রী আলপিনা আক্তার, ছাত্রলীগ নেতা পলাশ সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাছাড়া অনুষ্ঠিত সভায়
উপজেলা আ’লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে জেলহত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতাসহ ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র স্বাধিকার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে এক দোয়া মাহফিলের
আয়োজন করা হয়।