দিরাই প্রতিনিধি ঃ দিরাইয়ে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় উপজেলা, পৌর ও দিরাই সরকারী কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয়, র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামিলীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এরপর শুরুহয় আলোচনা সভা। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সজিব নুরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা সোহেলা মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ, দিরাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল হাসমত খোকন, সাবেক সাধারণ সম্পাদক দিরাই কলেজের ভিপি ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান লিটন, উপজেলা যুবলীগ নেতা ফারুক সরদার, লালন মিয়া, সবুজ মিয়া, সহিদুর রহমান টিটু, কামরুজ্জামান, শফিক মিয়া, কামনাশীষ রায়, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন, রাজীব রায়, মাসুম আহমেদ প্রমুখ।