নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকম ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামী বাস চালক শহিদ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাগীব নূরের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার উপ পরিদর্শক রাজেশ বড়ুয়া দৈনিক দিরাই- শাল্লা ডটকমকে জানান, পুলিশের পক্ষ থেকে আদালতে প্রধান আসামী শহিদ মিয়ার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল । শুনানী শেষে আদালত আসামীকে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।এর আগে কড়া নিরাপত্তায় বাসচালক শহীদকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।গত শনিবার তাকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেক বাসের হেলপার বক্করকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট ছেড়ে অাসা যাত্রীবাহি বাসটি দিরাই মদনপুর সড়কে ঐ ছাত্রছাত্রী ছাড়া সকলেই নেমে যায়। তখন বাসটি চালক ও তার সহকারীরা দিরাই পৌর সদরের সুজানগর এলাকায় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটি চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গত সোমবার এ মামলার অপর আসামি বাস চালকের সহকারী রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয়। সে পরদিন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।