দিশা ডেস্ক ::
সুনামগঞ্জে আরো দুই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন সুনামকণ্ঠকে জানান, রোববার (৩ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত ল্যাবে দুই ধাপে সিলেট বিভাগের ১৮৮ জনের মধ্য থেকে ৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে সিলেট জেলার ৬ জন, মৌলভীবাজারের ১ জন এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২ জন। এ নিয়ে সুনামগঞ্জে মোট ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন সনাক্ত হন। এরপর রোববার (০৩ মে) নতুন আরও ৯ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৩ জন।
এর মধ্যে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন ও ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়। আর মৌলভীবাজারের রাজনগরে ‘করোনার উপসর্গ’ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে গত ৫ এপ্রিল। এর আগে ৪ এপ্রিল রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।
অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়ি সুনামগঞ্জে।