দিরাই প্রতিনিধিঃ-দিরাই উপজেলার আলহাজ্জ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দ্বন্দ্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে নিরসন হয়েছে। গতকাল দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর কার্যালয়ে সমঝোতা বৈঠকে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করা হয়। সমঝোতা বৈঠকে দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সহকারী শিক্ষক (গণিত) শফিকুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান এর বিরোদ্ধে সম্প্রতি দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।শনিবার পুলিশ বিষয়টি তদন্তে গেলে দুই শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষার্থী ও অভিবাকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন বিদ্যালয়ের দুই শিক্ষকের মনোমালিন্যের বিষয়ে রোববার দুপুর ১২ টায় আমার কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। উভয় পক্ষের বক্তব্য শুনানী শেষে তাদের দ্বন্দ্ব নিরসন করে দেয়া হয়। কয়েকটি অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।