নিজেস্ব প্রতিবেদকঃ- উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি প্রদীপ রায়ের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ । বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক আসামী করার প্রতিবাদে ও মুক্তির দাবিতে উপজেলা রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীব নূরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ,যুবলীগ নেতা কামরুজ্জামান, জুয়েল মিয়া, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি সায়েল চৌধুরী,ছাত্রলীগ নেতা সোহেল মিয়া,হোসাইন আহমেদ প্রমুখ।