বিশেষ প্রতিনিধি-
শাল্লায় অভিযোগের পর প্রতিবন্ধিকে হুমকি বিশেষ প্রতিনিধি- সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি মিজাজ আলী ৯দিন আগে ২৭ নভেম্বর ইউপি সদস্য আব্দুন নূরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উৎকোচের অভিযোগ করেন। মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করায় মেম্বার নিজে ও তার সঙ্গীয় লোকজন ওই প্রতিবন্ধিকে হুমকি-ধামকি শুরু করে। তারই প্রেক্ষিতে প্রতিবন্ধি মিজাজ আলী বৃহস্পতিবার (৫ডিসেম্বর) ফের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। প্রতিবন্ধি মিজাজ আলী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, গত ২৭নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ঘুষের অর্থ ফেরৎ পাওয়ার জন্য উপজেলার ৪নং শাল্লা ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুন নূরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর থেকেই মেম্বার আব্দুন নূর ও তার ছেলেগণসহ তার লালিত বাহিনী অভিযোগ প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করিতে থাকে। পাশাপাশি তাকে (মিজাজ আলী) ও তার ভাইগণকেও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি করে আসছে। বর্তমানে তিনি আর্থিক কষ্টের চেয়ে মানসিক দু:শ্চিতায় রয়েছেন। এবিষয়ে মেম্বার আব্দুন নূরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন- ভাইজান, আমি একজন জনপ্রতিনিধি। আমার দ্বারা এসমস্ত করা সম্ভব নয়। একটি মহল আমার বিরোধীতা করছে। তাই বার বার আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। এগুলো সত্য নয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।