নিজেস্ব প্রতিবেদক ঃজলমহাল লুটপাটের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দিরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে লিটনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিরতি নিয়ে দুপুর সোয়া ১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীপক্ষের আবেদন নাকচ করে লিটনের জামিন আবেদন মঞ্জুর করেন।জিয়াউর রহমান লিটনের জামিন শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট শাহীনুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রায়হান জুয়েল প্রমুখ। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার চাতল বিল গ্রুপ জলমহালের চুক্তিভিত্তিক অংশীদার চন্ডিপুর গ্রামের রায়হান মিয়া বাদী হয়ে সাংবাদিক লিটনসহ ১১ জনের বিরুদ্ধে দিরাই থানায় জলমহাল লুটপাটের নামে একটি মামলা রুজু করেন। উক্ত মামলায় আসামি দেখিয়ে বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের চন্ডিপুর গ্রামের নিজ বাড়ি থেকে দিরাই থানা পুলিশ জিয়াউর রহমান লিটনকে গ্রেফতার করে।পরদিন শুক্রবার বিকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত রোববার মামলার শুনানির দিন ধার্য করে লিটনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।