নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকম ঃ– সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজার সংলগ্ন সেতুটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। এ সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।সেতু টি যেকোনো মুহূর্তে ধসে পরে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।দীর্ঘদিন ধরে সেতুটির উপরের রেলিংয়ের কয়েকটি জায়গা ভেঙে গেছে।নিচের প্রায় সবকটা পিলারের পলেস্তারা খসে খসে পরার কারনে এখন সেতুটি লোহার রডের পিলারে ভর করে দাঁড়িয়ে আছে। আশির দশকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান নাছির উদ্দীন চৌধুরী প্রচেষ্টায় নির্মিত হয় সেতুটি। বর্তমানে জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ এ সেতুর মেরামত ও সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট জায়গায় একাধিকবার যোগাযোগ করেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। বুধবার বিকাল চারটার সেতুটি মেরামতের দাবিতে এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে সেতুর পশ্চিম পাশে এলাকাবাসীর উদোগে এক বিশাল মানববন্ধন আয়োজন করা হয়। সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি,ও স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তার সুদৃষ্টি কামনা করে বিশাল মানববন্ধননে বক্তব্য রাখেন এলাকার প্রবীন ব্যক্তি আব্দুর রহমান, আজমল খান , মাহমুদ হোসেন চৌধুরী, তারাপাশা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রকিব, টংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসির চৌধুরী, রাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, সমাজসেবক আলাউর রহমান তালুকদার,শামসুল ইসলাম আবাব মিয়া,হাতিয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি একরার হোসেন,ইউপি সদস্য চান মিয়া চৌধুরী, ,যুবনেতা শিহাব আহমেদ, হিরা মিয়া, সাংবাদিক সুজন মিয়া ও উমেদ আলী প্রমূখ ।