ফখরুল ইসলাম, স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শাল্লা থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬জুলাই দুপুর ১২টায় এসভা অনুষ্ঠিত হয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম সভাপতিত্বে ও শাল্লা থানার এসআই মোঃ ফিরোজ মিয়ার পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ জামান চৌধুরী (ফুল মিয়া)।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বাল্যবিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও নানাবিদ অসামাজিক কার্যকলাপ রোধে সমাজের সর্বস্তরের জনসাধারনের হস্তক্ষেপ কামনা করেন এবং পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ জানান।
এসময় আরো বক্তব্য রাখেন কমিউনিটি ও বিট পুলিশিং এর শাল্লা ইউপি পরিচালক এসআই মোঃ শহীদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুন নূর, মোঃ তৈয়বুর রহমান, মোঃ সাজু মিয়া, মোঃ আরজ আলী, মোছাঃ মনোয়ারা বেগম।
তাছাড়া উক্ত সভায় মনুয়া কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মন্নান চৌধুরী, সহদেবপাশা গ্রামের মোঃ হারুন অর রসিদ প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।