বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, উন্নয়ন কাজে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবেনা। হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে আওয়ামীলীগ সরকার। দিরাই-শাল্লাবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জণনেত্রী শেখ হাসনার বিশেষ নজর রয়েছে। দিরাই-শাল্লা মহাসড়ক ও দিরাই-কলকলিয়া সড়ক নির্মাণ, কুশিয়ারা নদীর ভাঙ্গনরোধ প্রকল্প গস্খহণসহ বিভিন্ন উন্নয়নে হাজার কোটি টাকার কাজ হাতে নেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী দিরাই ও শাল্লা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, নদীভাঙ্গন এলাকা পরিদর্শণ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় দিরাই পানি উন্নয়নবোর্ড কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কাজের উদ্বোধন করেন। বেলা ২টায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ননএমপিওভুক্ত শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা, এমপির ঐচ্ছিক ফান্ড থেকে নৃ-জাতিগোষ্ঠীর মাঝে আর্তিক সহায়তার টাকা বিতরণ করেন। বিতরণ শেষে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু মঞ্চ ও বাজারে নবনির্মিত ফিস সেট’র উদ্বোধন করেন। বিকেল ৩টায় কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকা শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের প্রতাপপুর ও ফযজুল্লাপুর গ্রাম রক্ষায় পানিসম্পদ মন্ত্রনালয়ের ৮০লক্ষ টাকার জরুরী ভাঙ্গনরোধ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সুনামগঞ্জ পৌর-২) শফিকুল ইসলাম, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পাউবোর এসও রিপন আলী, শাল্লা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু দাস, হাবিবপুর ইউনিয়ন পুরষদ চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুবল চন্দ্র দাস, যুবলীগ নেতা রান্টু রায় চৌধুরী, অরিন্দম চৌধুরী অপু, দিরাই উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব রায় প্রমুখ।