নিজেস্ব প্রতিবেদকঃ
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন লক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সমবায় অধিদপ্তরের
আয়োজনে এক বর্ন্যাঢ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে উপজেলার
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া, শাল্লা থানার
অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ ফজলুল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খান উপস্থিত
থেকে মূল্যবান বক্তব্য ও বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে দিক-নির্দেশনা প্রদান করেন।
তাছাড়া অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দের পাশাপাশি বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।