নিজেস্ব প্রতিবেদক ঃ-সুনামগঞ্জের দিরাইয়ের নিয়ে আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত রুহেদ মিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকাল সাড়ে চার টায় উপজেলার ভাটিপাড়া বাজারে এ মানববন্ধন করে নিহতের স্বজনরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্বজনরা চিৎকার দিয়ে কাদঁতে থাকেন এবং হত্যাকারীর ফাসিঁর দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ভাটিপাড়া বাজার প্রদক্ষিণ করে। মানববন্ধনে হত্যা মামলার বাদি সুহেদ মিয়া দাবি করেন, আমরা বাপ দাদার আমল থেকে আওয়ামীলীগ করি। কিন্তু দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের হাত ধরে বিএনপি নেতা শাহ অালম দীপ ও তার সহযোগীরা আওয়ামীলীগে যোগ দিয়ে জলমহালের অযুহাত দেখিয়ে নির্মম ভাবে প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করেছে। আমরা প্রধানমন্ত্রী কাছে সুষ্ঠু বিচার চাই। মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন, নিহতের ভাই সোহেল আহমদ, রায়হান মিয়া, জাহাঙ্গীর মিয়া, জজ মিয়া, হারুন মিয়া, শিশির নুর,সুমির, হান্নার আলী, নুর বস্ক আলী, নুর আহমেদ মিয়া। উল্লেখ্য গত ১৮ অক্টোবর জলমহালকে কেন্দ্র করে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে আআওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪৫) নামে একজন নিহত হন। ৫ দিন পর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়কে প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়।বর্তমানে প্রদীপ রায়সহ ৩৪ আসামী জেল হাজতে রয়েছেন।