নিজস্ব প্রতিবেদক দিশা ডটকমঃ- নভেম্বর মাসের গ্রেফতারি পরোয়ানা তামিলে সুনামগঞ্জ জেলার সেরা অফিসার পুরস্কারে ভূষিত হয়েছেন দিরাই থানার (এ এস আই) মোঃ আবুল হাসনাত । সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিক ভাবে মোঃ আবুল হাসনাত এর হাতে সেরা পুরস্কারের ক্রেষ্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বেলাল আহমদ,দিরাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত)আকরাম উদ্দীনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে জেলার সেরা পুরস্কারে ভূষিত করায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ও দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিরাই থানার এ এস আই মোঃ আবুল হাসনাত।
admin
৪:০৮ অপরাহ্ণ