নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শাল্লায় সরকারি মূল্যে ধান-চাল সংগ্রহে লটারির মাধ্যমে সুবিধাভোগী কৃষক নির্বাচন করা হয়।
বৃহস্পতিবার (৭মে) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়।
ওইসময় ১১মে সরকারি নীতিমালা অনুযায়ী নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্ভোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এরপূর্বে গত ৫মে পর্যন্ত উপজেলার কৃষকদের কাছ থেকে কৃষিকার্ড জমা নেয়া হয়। নির্ধারিত তারিখ পর্যন্ত উপজেলার ৬ হাজারের অধিক কৃষক তাদের কৃষিকার্ড জমা দেন। এর থেকে লটারির মাধ্যমে ৭শ’ ২জন কৃষককে সুবিধাভোগীর তালিকায় নির্বাচন করা হয়।
লটারি সময় উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৬টি ওয়ার্ডে সমহারে কৃষক নির্বাচিত করা হয়।
অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক আবেদিত কৃষক তালিকার ভিত্তিতে লটারি অনৃুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ ও ভেটেরিনারি সার্জন আল মামুনকে মনিটরিং কমিটির সদস্য ও তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি সভায় সংশ্লিষ্ট কমিটির উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবির খাঁন, ওসি এলএসডি আশিষ কুমার রায়, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুস শহীদ মাহবুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল কবির, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল লেইছ চৌধুরী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিভোতোষ চৌধুরী, কৃষক প্রতিনিধি মোঃ আব্দুল খালেক, সাংবাদিক বকুল আহমদ তালুকদার, আনিসুল হক চৌধুরী মুন, শান্ত কুমার তালুকদার ও বাদল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।