দিরাই প্রতিনিধি ঃ- আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ০৭মে ২০২৫ইং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় শ্যামারচর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুনামগঞ্জ শাখার অধীনে ৯ম এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে ।এতে প্রধান অতিথি হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেট জোনের জোন প্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুনামগঞ্জ শাখার শাখা প্রধান ও ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বুরহান উদ্দীনের সভাপতিত্বে আনোয়ার হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শাল্লা উপজেলা আমীর নুরুল আলম সিদ্দিকী সমাজ সেবক মুকিত মনির। বক্তব্য রাখেন আউটলেট পরিচালক শফিকুর রহমান,শ্যামারচর বাজার কমিটির সভাপতি সজল দাস, সমাজ সেবী আব্দুল হেকিম,শিক্ষক আবুল খায়ের,দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ,সাংবাদিক আমির আমির মাহবুব ,গ্রাহক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উদ্যোগে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর বাজারে এজেন্ট ব্যাংকিং ( শিশির এন্টারপ্রাইজ) নামে নতুন আউটলেটের মাধ্যমে শ্যামাচর বাজার ও আশপাশের মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করা হয়।
দৈনিক দিরাই শাল্লা
৯:৫৭ অপরাহ্ণ