দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে বাড়ীর রাস্তা নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে গ্রামের ইউপি সদস্য শাহদ্বীপ ও নুরুল আমিনের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আজিজুর (৫২),
আশিকনুর (৫০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা
হয়েছে। আহতদের মধ্যে আবুল কাশেম (৫২) , নজরুল (৪০), সালেক
(৬০), ছফিননুর (৩২), আমিন নেছা (৬৫), সাদেক ( ৪০), রাজীব (২৩),
সমছুন নেছা (৬৫), আব্দুল খায়ের (৬৫), সাদ্দাম (৩২), মোসাহিদ (৪০)
নুরুল আমিন (৬০), জুলেন (৪৫) , হাবিজনুর ( ৩৮) আশিক নুর (৫০)
আজিজুর (৫২) , তাইজ উদ্দিন (৫০), হীরক (১৮), হাসিদ নুর (৪০),
হাসেদা বেগম (৬০), হাসেন (৩২), আজেদ (৫০), লাল ময়না ( ৪০) দিরাই
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা
যায়, শাহদ্বীপের নিকটাত্মীয় আবুল খায়ের গংদের ঘর থেকে বের হওয়ার
একমাত্র রাস্তায় নুরুল আমিনের লোকজন বেড়া দেওয়াকে কেন্দ্র করে গত
কয়েকদিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিলো। বিষয়টি আপোস
মিমাংসার জন্য সোমবার এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে
উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-
সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ
ঘটনাস্থলে পৌছার আগেই এ হতাহতের ঘটনা ঘটে। দিরাই থানার ওসি
(দায়িত্বপ্রাপ্ত) এসআই আবু তাহের মোল্লা জানান, ঘটনার খবর পেয়ে
আমরা ঘটনাস্থলে পৌছাই। এরই মধ্যে আহতদের নিয়ে স্বজনরা
হাসপাতালে চলে গেছেন। গ্রামের পরিবেশ এখন শান্ত রয়েছে। দিরাই
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন রায় জানান, আহতদের
চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত দুজনকে সিলেট রেফার্ড করা