নিজেস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাল্লা উপজেলা বিএনপি উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন হবিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান ফারুক,বাহারা ইউনিয়ন সভাপতি নিত্যানন্দ সরকার,উপজেলা যুবদলের আহবায়ক গোপাল চন্দ্র দাস,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মাজিদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,যুবদল নেতা মাহবুব হোসেন শিশু,ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক,ডালিম,এরশাদ প্রমূখ।আলোচনা সভায় বক্তারা বলেন ৭ নভেম্বর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। এদিন জনতা-সৈনিক মিলিত হয়ে যে বিপ্লব ঘটিয়েছে তা আমাদের জন্য প্রেরণা।
বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলছে তা রুখার জন্য কেন্দ্রীয় বিএনপি যে কর্মসূচি ঘোষণা করবে তার সাথে একমত পোষণ করে রাজপথে থাকার আহবান জানান।