ডেস্ক নিউজ :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ বিভাগ’ হিসেবে পুরস্কৃত হয়েছে সিলেট। বুধবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিলেট বিভাগকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
‘৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উদযাপনের অংশ হিসেবে সিলেটকে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে আমি বলব, একটা কিছু এলো (ইন্টারনেটে আপলোড হলো), অমনি সেটা শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করা বা অন্য কিছু করা ঠিক নয়। সঠিক তথ্য যাচাই করে নেওয়া দরকার।’
তিনি বলেন, ‘যাচাই না করে শুধু গুজবে কান দেওয়া বা শুধু নিজের কৌতুহলবশত সেগুলোয় (লিংকে) প্রবেশ না করাই ভালো। কোনো ধরনের মন্তব্য দেওয়া বা ছড়ানো বা সেটাতে হাত দেওয়াই উচিত নয়। কোনো পোস্ট শেয়ার করতে গেলে আগে তার খোঁজ নিয়ে দেখতে হবে, এটা কতটুকু সত্য বা মিথ্যা। এই অভ্যাস গড়ে তুললে সেটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং প্রত্যেকের ব্যক্তি জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে।’