নিজস্ব প্রতিবেদক,দিশাডটকমঃ
দিরাইয়ে ১০ টি গবাদিপশু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে নগদ অর্থসহায়তা নিয়ে দাড়িয়েছে দিরাই উপজেলা পরিষদ।গত ১৬ মে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন এর উত্তর সুড়িয়ারপার গ্রামের কৃষক তসকির আলীর ১০ টি গবাদিপশু দুর্বত্ত কর্তৃক গোয়াল ঘরে অগ্নিসংযোগ করলে পুড়ে ছাঁই হয়ে যায়।নিঃস্ব হয়ে পরেন কৃষক তসকির আলী।
মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষক তসকির আলীর বাড়ির অকুস্থল পরিদর্শন শেষে গ্রামের লোকজনের সাথে আলোচনার পর ন্যাক্কারজনক ঘটনাটির সু বিচারের আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, প্রাক্তন ইউপি সদস্য ইসহাক মিয়া, প্রাক্তন ইউপি সদস্য আমির উদ্দিন ও শাহনুর মিয়া,বর্তমান মেম্বার আঙ্গুর মিয়া।