দিরাই পৌরসভার বাজেট ঘোষনা

 

নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকম ঃ- উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে রোববার দুপুরে পৌরসভার মেয়র কার্যালয়ে ১৩ কোটি ১৬লক্ষ ৪৭ হাজার ২১২ টাকা ৯৯ পয়সার বাজেট ঘোষণা করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া । বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৬লক্ষ ৩৪ হাজার ৮ শত টাকা। আর ব্যয় ২কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকা । অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০কোটি ৮৫ লক্ষ টাকা। বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্টাচার্য্য।পৌরসভার প্রধান সহকারী মহিবুর রহমানের পরিচালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সুয়েল চৌধুরী, জুয়েল তালুকদার, বিউটি রায়,সবুজ মিয়া, সেতু চৌধুরী, মহিলা কাউন্সিলর রেহেনা বেগম, খোশনামা আক্তার, মাধবী দে।
বাজেট পেশকালে মেয়র মোশাররফ মিয়া বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পৌরসভা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় তিনি ছিলেন। অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে। বিশেষ করে দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত রাস্তার কাজ শেষ করা হয়েছে, যা ছিল পৌরবাসীর প্রাণের দাবি । এ ছাড়া পৌরসভার নান্দনিক নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে, এক মাসের মধ্যেই আমরা নিজস্ব কার্যালয়ে চলে যাব। উল্লেখ্য দিরাই পৌরসভা প্রতিষ্ঠার দুই দশক যাবত উপজেলা পরিষদের কাছে একটি ভাড়া বাড়িতে দাপ্তরিক কাজ চলছে। ২০০২ সালে দিরাই পৌরসভার প্রথম মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি পৌর কমিটির বর্তমান সভাপতি হাজি আহমদ মিয়া। দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন দিরাই পৌর আওয়ামীলীগ সভাপতি লন্ডন প্রবাসী আজিজুর রহমান বুলবুল। দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সাধারন মোশাররফ মিয়া পৌরসভার তৃতীয় মেয়র।।