নদীর ঘাটে হতভাগীনি মায়ের হাত ফসকে স্কুল ছাত্রের সলিল সমাধি

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- -সুনামগঞ্জে দিরাইয়ে মায়ের সাথে নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে আদি বর্মন (১৪) নামে এক স্কুল ছাত্রের সলিল সমাধি হয়েছে। সোমবার দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের কালনী নদীতে ঘটনাটি ঘটে। নিখুঁজ আদি বর্মন চান্দপুর গ্রামের লিটন বর্মনের ছেলে ও দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।সন্ধ্যা সাতটা পর্যন্ত দিরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজ করেও ডুবে যাওয়া আদি বর্মনের মরদেহ উদ্ধার করতে পারেনি।

দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছাত্র আদি বর্মন তার মায়ের সাথে বাড়ি সংলগ্ন কালনী নদীর ঘাটে গোসল করতে নামে । এক সময় আদি বর্মনকে ডুবে যেতে দেখে তার মা হাত ধরে তুলার চেষ্টা করেও তুলতে পারেননি। হতভাগা মায়ের হাত ফসকে আস্তে আস্তে নদীর ঘাটে পানিতে ডুবে যায় ছেলে।এসময় মায়ের ডাকাডাকিতে আশ পাশের লোকজন এসেও তারা ডুবে যাওয়া আদি বর্মনকে খোঁজে পায়নি।খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর খোজ করতে থাকেন।সন্ধ্যা পর্যন্ত স্কুল ছাত্র আদি বর্মনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দিরাই থানা অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন রাত সাড়ে আটটায় জালালাবাদকে বলেন, মায়ের সাথে নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্র আদি বর্মন নিখোঁজ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজ করেও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিজের হাতে গোসল সারতে নিয়ে মায়ের কাছ থেকে ফুটফুটে ছেলেটি পানিতে ডুবে সলিল সমাধির ঘটনায় পরিবারসহ ন্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। আর হতভাগীনি মায়ের আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।