দিরাইয়ে আওয়ামীলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

 

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় দুই পক্ষের সংঘর্ষে ৫ নেতা কর্মী আহত হয়েছেন। শনিবার বেলা ১ টায় দিরাই পৌরশহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় ও যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মোশাররফ মিয়ার লোকজনের মাঝে এই সংঘর্ষটি হয়।

এতে আহতরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের ভাই কাউন্সিলর বিশ্বজিৎ রায়, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়া যুবলীগ নেতা শফিক মিয়া, কাউন্সিলর সুয়ের মিয়া। আহত শফিক মিয়াকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর দিনভর দিরাই বাজারে উত্তেজনা বিরাজ করে। দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদারের নেতৃত্বে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত বর্ধিত সভায় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মতিউর রহমানকে অভ্যর্থনা জানানোর সময় সভাস্থলের বাহিরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ব্যাপারে দুই পক্ষের লোকজন পরস্পরকে দায়ি করছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে (সন্ধ্যা ৬ টায়) দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার জানান, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।