হাবিবুর রহমান-হাবিব,শাল্লা থেকে; বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ইং ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আজ ৯ ডিসেম্বর (সোমবার) মহিলা বিষয়ক অধিদপ্তর-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন শাল্লার সহযোগিতায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। এবার সফল জননী নারী হিসেবে ছায়া রানী সূত্রধরকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে, হনুফা আক্তারকে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে, রেনু বালা দাসকে নির্যাতনের ভিবিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী- হিসেবে, শিপ্রা রানী সরকারকে সমাজ উন্নয়নে অবদানকারী নারী হিসেবে, সন্ধ্যা রানী দাসকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।