ইমরান হোসাইন : কুশিয়ারা নদীর ভাঙ্গনে সুনামগঞ্জের দিরাই উপজেলার আকিলশাহ বাজারটি বিলীন হচ্ছে। বিগত দিনে দোকানভিটা নদী গর্ভে চলে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। তাছাড়া গত কয়েক বছরের নদী ভাঙ্গনে আকিলশা বাজারের দক্ষিণ দিকে কয়েকটি বসতবাড়ি ইতিমধ্যে বিলীন হয়েছে। নতুন করে প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেয়ায় বসতবাড়ি হারানোর আতংকে রয়েছে কমপক্ষে ২৫-৩০টি পরিবার। কুশিয়ারা নদী সংলগ্ন ঐতিহ্যবাহী বাজারটি ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য ২০১৬ সালে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নদীর পার প্রতিরক্ষামূলক বাঁধ প্রকল্পের কাজ শুরু হয়। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি ও তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক এ প্রকল্পের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের অধীনে গুডম্যান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে কাজ শুরু করে। ঠিকাদার আফজালুর রহমান প্রকাশ মাহবুব আলম স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে নি¤œমানের সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ শুরু করলে পাউবোর উপর মহলে অভিযোগ করেন বাজার কমিটির লোকজন। কর্তৃপক্ষের কয়েক দফা পরিদর্শনে এর প্রমানও পাওয়া যায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন কুশিয়ারা নদী উত্তরপারের প্রাচীনতম আকিলশাহ বাজার ও পাশের গ্রামটি প্রতি বছরই নদী ভাঙ্গনের কবলে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে আকিলশাহ বাজার রক্ষায় ২০১৬ সালে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর পার প্রতিরক্ষামূলক প্রকল্পের কাজ শুরু করে সরকার। আকিলশাহ গ্রামের আব্দুল মহিম, আজিজুর রহমান ও বাবুল মিয়া জানান, তিন বছরের মাথায় গত বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজটি সমাপ্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠান গুডম্যান এন্টারপ্রাইজ। ৬ মাস যেতে না যেতেই ধসে যায় প্রতিরক্ষা বাঁধের কিছু অংশ। আতংক দেখা দেয় বাজারের ব্যবসায়ী ও পাশের গ্রামবাসীদের মাঝে। আকিলশাহ বাজার কমিটির সভাপতি জাহিদ হোসেন মহিম জানান, কাজের মান এতো নি¤œমানের ছিল যে কাজ শেষ হতে না হতেই গত ডিসেম্বর মাসে বাজারটিতে আবার ভাঙ্গন শুরু হয়। বর্তমানে নদী ভাঙ্গন এমন রূপ ধারণ করেছে যে ৪০০ মিটার কাজের মধ্যে ইতিমধ্যেই ১৫০ মিটার নদী গর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে।
বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, কাজ চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর ও কোন ফল পাওয়া যায়নি। বাজারটি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দ্রæত ব্যবস্থা নিতে মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তার হস্তক্ষেপ কামনা করে বাজার কমিটির কোষাধ্যক্ষ মইনুল হক বলেন, আমরা গত ফেব্রুয়ারী মাসে সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে আকিলশা বাজারটি নদী ভাঙ্গন রোধের প্রতিরক্ষামূলক প্রকল্পে ধসের বিষয়টি লিখিতভাবে জানিয়ে ছিলাম কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (দিরাই) রিপন আলী বলেন, গত বছরের মাঝামাঝি প্রকল্পের কাজটি সমাপ্ত হয়। এরপর কিছু জায়গায় ত্রæটি দেখা দিয়েছিল, তবে বর্ষার পানি আসার আগেই টুকটাক মেরামত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সিলেট সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার বলেন, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে আকিলশা বাজার এলাকায় ৪০০ মিটার কুশিয়ারা নদীর পার প্রতিরক্ষামূলক বাঁধ প্রকল্পের কাজ সমাপ্ত। নতুন করে ১ কিলোমিটার পার মেরামতের প্রস্তাবনা দেয়া হয়েছে।
দৈনিক দিরাই শাল্লা
১১:৩৭ অপরাহ্ণ