সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত শিশু তুহিন (৫) হত্যা মামলায় চাচাতো ভাই শাহরিয়ার আহমদকে (১৭) আট বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহরিয়ারের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালত তাকে আট বছরের আটকাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওই দিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় শিশু তুহিনের মরদেহ পাওয়া যায়। এ সময় তুহিনের গলা, দুই কান ও পুরুষাঙ্গ কাটা ছিল ও পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং ১৭ বছর বয়সী চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেফতার করে।
তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। আগামী ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে বাকি চার আসামির রায়ের দিন ধার্য রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, দ্রুত সময়ের মধ্যে আলোচিত তুহিন হত্যা মামলায় একজনের রায় দেয়া হয়েছে। যেহেতু আসামির বসয় ১৮ বছরের কম তাই আদালত তাকে আট বছরের আটকাদেশ দেন। বাকি আসামিদের রায় আগামী ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে হবে।