শাল্লার বেসরকারি প্রাথমিক  শিক্ষকদের গ্রেডেশন তালিকা নিয়ে হাইকোর্টের রুল 

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অবস্থিত অধিগ্রহনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেডেশন তালিকা আইন অনুযায়ী প্রকাশ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণ শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শাল্লা উপজেলার নতুন জাতীয়করণকৃত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক এই মাসের ৪ তারিখ বুধবার আদালতে রিট আবেদন করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মোঃ খুরসিদ আলম এবং মোঃ আল-আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল বিপুল বাগমার।
এ বিষয়ে আইনজীবী মোঃ আল-আমিন বলেন, সরকার একটি বিধি তৈরি করে নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ২০১৩ সালে। কিন্তু আজ পর্যন্ত সরকার তাঁদের গ্রেডেশন তালিকা প্রকাশ করছে না। বিধি অনুযায়ী এই শিক্ষকদের চাকুরীকাল সরকারী হওয়ার আগের চাকুরির ৫০% সময় ধরে গ্রেডেশন তালিকা প্রকাশ করতে হবে। তাই শাল্লা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ শিক্ষক এই রিটটি করেন।