দিরাই প্রতিনিধি:: বিএনপির চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফুটবল খেলা গ্রামবাংলার মানুষের অত্যন্ত প্রিয়খেলা। ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। আজকের এ খেলায় এতো মানুষের সমাগম তারই বাস্তব প্রমান।তিনি বলেন দীর্ঘদিন ফ্যাসিষ্ট সরকার আমাদের কোনো সভা সমাবেশ করতে দেয়নি, এখন সারা দেশের মানুষ তাদের ইচ্ছে মতো সভা সমাবেশ এবং বিভিন্ন বিনােদন মূলক অনুষ্ঠান করতে পারছে।তিনি খেলার আয়োজক দিরাই -শাল্লায় একাদশ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেলের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবলের আয়োজন সত্যই যুগোপযোগী আয়োজন, খেলার জনস্রোতই প্রমান করে দিরাই শাল্লার মানুষ বিএনপি কে কতো ভালবাসে, কতো ভালবাসে তাদের দলের নেতাকে।তিনি দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর প্রশংসা করে বলেন, এর আগে ও নাছির চৌধুরীর দাওয়াতে আমি অনেক বার দিরাই এসেছি। দিরাই শাল্লা কে বিএনপির দূর্গ দাবি করে বলেন, এলাকার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দিরাই মিনি স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর ও যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, দীর্ঘ সতেরাে বছর আমরা প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে পারিনি, ফ্যাসিষ্ট সরকার আমাদের কণ্ঠ রোধ করে রেখেছিল, জুলাই -আগষ্ট ছাত্রজনতার বিপ্লবে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি,আমরা এখন মুক্ত, তাই দিরাই শাল্লা তথা হাওরবাসীকে বিনোদন দিতে তাদের জনপ্রিয় খেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। দুইমাস ব্যাপী খেলার শেষ দিনে আজকের বিশাল জন সমুদ্র আমাদেরকে গৌরবান্মিত করেছে,হাওরবাসীর ভালবাসায় আমি ও আমার দল ধন্য। আগামীতে আরও বড় পরিসরে ভাটিবাংলার জনপ্রিয় এ খেলার আয়োজন করবো। অনুষ্টানের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পিতা আব্দুস শহীদ চৌধুরীর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সহসভাপতি এডভোকেট মাসুক আলম,আব্দুল লতিফ জেপি,শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, বীর মুক্তযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদারসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বৃন্দ। খেলায় ভরার গাও প্রবাসী স্পোর্টিং ক্লাব, রাজাপুর আদর্শ স্পোর্টিং ক্লাব কে ২গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দৈনিক দিরাই শাল্লা
৯:৩৫ অপরাহ্ণ