জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার ::
অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ভারতের এক খেলোয়াড় কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘জাতীয় পতাকা মর্যাদা রক্ষা মঞ্চ’ নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে লেখক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের আহ্বায়ক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সালেহিন চৌধুরী শুভ-এর সঞ্চালনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন লেখক সুখেন্দু সেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, চন্দন কুমার রায়, সমাজসেবী আলীনূর, সাংবাদিক এআর জুয়েল, জেলা খেলাঘরের সাধারণ স¤পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, সাংবাদিক আনোয়ারুল হক, কর্ণ বাবু দাস, টুনু, কৃষক নেতা মো. শওকত প্রমুখ।