দিরাই’ র মধুরাপুরে আবারো সংঘর্ষ, আহত ২০

 

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ– সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে আবারো দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এঘটনাটি ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দিরাই হাসপাতালে নিয়ে এলে গুরুতর আহত সৈয়দ সুজল (৪০) আাবুল শাহিদ (৫০) শরিফ মিয়া(২৮) সাজুনর (৪০) সৈয়দ ভুজন আহমেদ (৪৫),কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের দুই প্রবাসীর নিয়ন্ত্রনে থাকা দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধে ডজন খানেক মামলা চলে আসছে । একপক্ষের নেতৃত্ব দিচ্ছে মধুরাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুকিত চৌধুরী ও অপর পক্ষে আমেরিকা প্রবাসী সাবেক চেয়ারম্যান জাহেদ চৌধুরী। মুকিত চৌধুরীরগ্রামে নেতৃত্ব দিচ্ছে কামালপুর গ্রামের নুরজালাল গং ও জাহেদ চৌধুরীর পক্ষে মধুরাপুর গ্রামের দিল হক গং।

 

গত অক্টোবরে কয়েকবার হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নুর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়। এ হতাহতের মামলা হলে দুই পক্ষের লোকজন দীর্ঘদিন হাজতবাস করে। সম্প্রতি তাদের অনেকেই জামিনে এসে ফের সংঘর্ষে লিপ্ত হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মধুরাপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।