দিরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শিশির মনিরের অর্থ বিতরণ

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারে গত শুক্রবারের  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার সকাল ১১টায় অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালিয়া বাজার এলাকাবাসী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

মতবিনিময়কালে এডভোকেট শিশির মনির বলেন, মানুষকে জোর জবরদস্তি বা চাপ প্রয়োগ করে ভালবাসা আদায় করা যায়না। আমরা মনে করি সবকিছুর শেষে মানুষের ভালবাসা অর্জন করাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দেশ বিদেশে পেশাগত কারণে বিভিন্ন জায়গায় গিয়েছি। জীবনে অনেক কিছুই পেয়েছি। এবার নিজ এলাকা দিরাই-শাল্লার লোকেরা যদি আমাকে ভালবাসেন ইজ্জত করেন। এটাই জীবনের শ্রেষ্ঠ চাওয়া পাওয়া।

ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যবসায়ীকে ২৫ হাজার করে নগদ দেড় লাখ টাকা তাদের হাতে তুলে দিয়ে আইনজীবী শিশির মনির সরকার ও সমাজের বিত্তবানদের এসকল ব্যবসায়ীদের পূনর্বাসনের এগিয়ে আসার জন্য আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কানু চৌধুরী, দিরাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মোহাম্মদ আল আমিন, সাবেক প্রধান শিক্ষক সুকেতু রঞ্জন দাস, কাজি আব্দুল আওয়াল, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ব্যবসায়ী আব্দুল মন্নান, জামায়াত নেতা আনোয়ার বখত চৌধুরী, ইউকে প্রবাসী আবু সালেহ, সাংবাদিক ওবায়দুল হক, সিলেট ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম প্রমূখ।

এদিকে, দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নির্বাচনী এলাকা দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজার, নাচনী বাজার ও হাতিয়া দাখিল মাদ্রাসা, মোকামবাড়ি, বড় হাটিতে জনগণের সাথে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে পাঁচ টায় ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন