বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯৬ জনে দাঁড়াল। আজ বুধবার (১০ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
জানা গেছে, শনাক্তদের মধ্যে ছাতক উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলয়ার ৯ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ জন, সদর উপজেলার ২ জন ও দিরাই উপজেলার একজন।
গতকাল বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০ জন। রাতে নতুন ৪৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩৯৬ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৭৯ জন, সুনামগঞ্জে ৩৯৬ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।
এ জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন আর সুস্থ হয়েছেন ৮৭ জন।