দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মতিন সর্দারের দাফন সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদকঃঃ   দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল মতিন সরদার (৭৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট শহরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে মাউন্টএডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। খবরটি দিরাইয়ে জানাজানি হলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দিরাই বিএডিসি মাঠে প্রথম নামাজে জানাযা ও বিকাল ২ টায়  সাকিতপুর গ্রামস্থ্য ২য় নামাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয়   আব্দুল মতিন সর্দারের  দুটি নামাজে জানাযায় দিরাই উপজেলার সকল শ্রেণী পেশার মানুষসহ জনপ্রতিনিধি, ছাত্র সহযোগী প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতির ঢল নামে।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফি উল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার,পৌর মেয়র মোশাররফ মিয়া, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন শিকদার, ওসি কে এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের   সহ সভাপতি এডভোকেট সোহেল  আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশীদ, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম,যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, প্রেসক্লাব সদস্য ও দৈনিক দিরাই-শাল্লা ডটকমের সম্পাদক আবুল হোসাইন  প্রমুখ   ।