নিজস্ব প্রতিবেদক ঃ- সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে রোশনা বেগম (৪০) নামের ৬ সন্তানের জননী অাত্মহত্যার খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার মাছিমপুর (নয়া বাড়ী) গ্রামের আলিফ নূরের স্ত্রী।
সোমবার দিবাগত তিনটার পরে কোন এক সময় তিনি অাত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন জানান। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
দিরাই থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দিন মজুর অালিফ নুর স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম অবস্থানে দিনাতিপাত করছেন। অভাবী সংসারে খাবার নিয়ে প্রায় দিনেই ঝগড়া হতো। সোমবার প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। তিনটার পরে কোন এক সময় পরিবারের সবার অগোচরে অাত্মহত্যা করেছে । ভোর বেলা ঘুম থেকে উঠে দেখতে পায় রোশনা বেগম বসত ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে অাত্মহত্যা করেছে। পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশি ও গ্রামের লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়।
মাছিমপুর গ্রামের বাসিন্দা জাহেদ মিয়া জানান, অালিফ নুরের পরিবারটি খুবই অভাব অনটনে দিনাতিপাত করে।তার ছয় সন্তানের মধ্যে একটি মেয়ে বিয়ে দিয়েছে। বাকিদের নিয়ে দিন মজুরী করে সংসার চালাতে তার কষ্টের কথা প্রতিবেশি হিসেবে অামাদের অনেকের জানা অাছে। রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান বলেন মাছিমপুর গ্রামের মহিলার অাত্মহত্যার খবরটি অামাকে ওয়ার্ড মেম্বার জানানোর পরই অামি দিরাই থানা পুলিশকে অবহিত করি। দিরাই থানা অফিসার ইনচার্জ অাজিজুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। অাত্মহত্যার কারন জানা যায়নি।থানায় অপমৃত্যু মামলা হয়েছে।