নিজস্ব প্রতিবেদকঃ শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সকল ধরনের অশ্লীলতা আর অপরাধমূলক কাজ থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে। তাই সকল জায়গায় বেশি বেশি ফুটবল এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে নতুন প্রজন্মকে মেধা বিকাশের সুযোগ দিতে হবে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রাম বাসির আয়োজনে ‘জাবেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় জগদল বড় বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম রসুলপুর স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ট্রাইব্যাকারের মাধ্যমে রসুলপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। সেবুল চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাবেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন সোহেল সামস চৌধুরী, আশিক চৌধুরী, রাফি চৌধুরী, ইসমাইল চৌধুরী, ফয়সল চৌধুরী, এলাইচ তালুকদার, মানসুক তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবেল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর আহমদ তালুকদার, খুসরুজ্জামান খসরু,ইউপি সদস্য আছাদ চৌধুরী, মাহবুব চৌধুরী, দিলাল চৌধুরী, মিজানুর চৌধুরী, আবূল খায়ের চৌধুরী, মফরুজ চৌধুরী প্রমুখ।