নিজস্ব প্রতিবেদক: সিআইডি প্রধান হওয়ার মাত্র ১৪ দিনের মাথায় এবার পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের কৃতি সন্তান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম। তাঁর সাথে ডিআইজি পদমর্যাদার আরো ৫ কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পদোন্নতিপ্রাপ্ত বাকি ৫ কর্মকর্তারা হলেন- এসবির ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন, পুলিশ স্টাফ কলেজ ঢাকার রেক্টর (অতিরিক্ত আইজি চলতি দায়িত্বে) শেখ মোহাম্মদ মারুফ হাসান, সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাইওয়ে পুলিশ ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) ব্যারিস্টার মাহবুবুর রহমান, এসবির ডিআইজি মাহবুব হোসেন ও এসবির ডিআইজি মীর শহীদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৮ আগস্ট চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পান।
সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার আগে বিগত ১৬ মে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি পান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম। তার আগে তিনি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এর বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে।
এদিকে এডিশনাল আইজিপি হিসেবে পদোন্নতির ৩ মাসের মাথায় সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় সুনামগঞ্জজুড়ে আনন্দের বন্যা দেখা দিয়েছে। তাঁর নতুন এ দায়িত্ব সততার এক অনন্য দৃষ্টান্ত বলেও অবিহিত করছেন সুনামগঞ্জের মানুষ।