স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষের আশংকায় মধুরাপুর বাজার ও গ্রামে এএসপি জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ মোতায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুরাপুর গ্রামের নুর জালাল ও দিল হকের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধওে আধিপত্য ও জমিজমা নিয়ে বিরোধ চলছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে অন্তত ১০ টি মামলা রয়েছে। এই বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার সকাল ৭ টায় প্রথমে মধুরাপুর বাজারে এবং পরে গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের প্রতিপক্ষের আঘাতে নূর মোহাম্মদ (৪৫) নামের একজনের মৃত্যু ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুরাপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আইয়ুব খান জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে। বিরোধের জের ধরেই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।’
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে জমি, জলমহালসহ নানা বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই মঙ্গলবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ২ জনকে আটক করেছি।
সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, ফের সংঘর্ষের আশঙ্খায় মধুরাপুরে পুলিশ অবস্থান করছে।