বীর মুক্তিযোদ্ধা আবু হেনা চৌধুরী নিউইয়র্কে ইন্তেকাল করেছেন

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার সোয়াতিয়র গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু হেনা চৌধুরী আমেরিকায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন।মরহুমের ছোট ভাই সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ জানান বাংলাদেশ সময় বিকাল তিনটায় তিনি নিউইয়র্ক শহরে বড় ছেলের বাসায় মৃত্যু বরন করেন। মরহুম রকিব উদ্দিন চৌধুরীর ৬ ছেলে ও ৫ মেয়ের মধ্যে সকলের বড় সন্তান আবু হেনা চৌধুরী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৭৪)বছর। তিনি মাতা, স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ভাইবোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে মারা যান। তিনি বিগত কয়েক বছর ধরে বড় ছেলের সাথে আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করছেন।