দিরাই প্রতিনিধি ঃ- দিরাই’র রফিনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বরন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে রফিনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারকে বরন ও সদ্য বিদায়ী চেয়ারম্যান রেজুয়ান হুসেন খাঁনকে সংবর্ধনা দেয়া হয়। রফিনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্চয় চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -সমাজসেবক মোঃআলী আকবর মিয়া, ইউনিয়ন পরিষদ সচিব বিজিত মৈত্র,ইউনিয়ন পরিষদ সদস্য দুলালী তালুকদার,রফিকুন্নেছা,মতিউর মিয়া, মোসকুর মিয়া,ওয়াহিদুল ইসলাম, মামুনুর রশীদ, মোঃমাসুক মিয়া, অজিত সরকার। আরও উপস্থিত ছিলেন মামনি -২ প্রকল্পের উপজেলা কো অর্ডিয়েনেটর শফিউল্লাহসহ সহকর্মীবৃন্দ।