নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের শাল্লায় দিপেশ দাস (২৩) হত্যা মামলার চার আসামী গ্রেফতার করেছে পুলিশ । উপজেলার হবিবপুর ইউনিয়নের সরসপুর গ্রামের উপানন্দ দাসের ছেলে দিপেশ দাস গত ৯ ডিসেম্বর নিখোঁজ হবার পর ১১ ডিসেম্বর পাশের আগুয়াই গ্রামের দক্ষিন হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করে শাল্লা থানা পুলিশ । পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয় । এঘটনায় আগুয়াই গ্রামের একই পরিবারে ৪ জনকে পুলিশ গ্রেফতার করেন ।
এঘটনায় নিহত দিপেশ”র কাকা সরসপুর গ্রামের অমরচাঁদ দাসের ছেলে মিঠু দাস (৩৮) বাদী হয়ে ১৩ ডিসেম্বর শুক্রবার ৯ জন তালিকা ভুক্তি আসামীসহ আরো ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দ্বায়ের করেন । মামলার তালিকা ভুক্তি আসামীরা হলেন, আগুয়াই গ্রামের হীরেন্দ্র দাস (৫০) চিত্তরঞ্জন দাস (৩২) উভয় পিতা মৃত হারান দাস, সুতলাল দাস (৪০) পিতা মৃত ভীমলাল দাস, ধীরেন্দ্র দাস (৫৫) পিতা মৃত জীনেশ দাস, আরাধন দাস (২৮) কৃষ্ণধন দাস (২৫) উভয় পিতা ধীরেন্দ্র দাস, মনোরঞ্জন দাস (২৬) সুযতœ বালা দাস (২০) উভয় পিতা হীরেন্দ্র দাস, পুন্যতারা দাস (৪৭) স্বামী হীরেন্দ্র দাস ।
গ্রেফতারকৃত চার আসামী হীরেন্দ্র দাস, মনোরঞ্জন দাস, সুযন্ত বালা দাস ও পুন্যতারা দাসকে ১৪ ডিসেম্বর শনিবার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে । এবিষয়ে শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন ঘটনার সঙ্গে জরিত ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি । অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান । এই হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে