বকুল আহমেদ তালুকদার, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
গভর্নেন্স ইনোভেশন ইউনিট-প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে, শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে, সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে, ১৪ ডিসেম্বর সোমবার দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস ও এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক।
অনুষ্ঠানে উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, কলেজ, হাইস্কুল, ও প্রাইমারী স্কুলের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহ প্রমূখ মিডিয়া কর্মী বৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন, এবং টেকসই কৃষির প্রসার, সকল বয়সী সকল মানুষের ও কল্যাণ নিশ্চিতকরণ, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি, জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন, সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যাবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা, সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা, সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল,অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্ধন এবং উদ্ভাবনার সসারণ, অন্তঃ ও আন্তঃ দেশীয় অসমতা কমিয়ে আনা, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাতসহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা,পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ, টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্মদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার, স্থলজ বাস্ততন্ত্রের পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারে পৃষ্ঠপোণা, টেকসই বন ব্যবস্থাপনা, টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ, টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা সহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।