নিজস্ব প্রতিনিধি-
সুনামগঞ্জের শাল্লায় দেশীয় চোলাই মদসহ ৫জনকে আটক করেছে শাল্লা থানা পুলিশ। উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর শাহ আরেফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন, নিয়ামপুর ও নারকিলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দিরাই থানার জয়পুর গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (১৬), করুনা দাসের ছেলে বিজন দাস (১৭), শাল্লা থানার আনন্দপুর গ্রামের আহল্লাদ দাসের ছেলে সবুজ দাস (৩৫, রনধীর দাসের ছেলে মতিন্দ্র দাস (৩৬) এবং নারকিলা গ্রামের মৃত মরম আলীর ছেলে শামছু মিয়া (৩৫)।
গত মঙ্গলবার (১৪জানুয়ারী) রাত সাড়ে দশ টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে এস.আই মোঃ ফিরোজ মিয়া, এস.আই. আব্দুস সত্তার খাঁন, এ.এস.আই. মাসুম মিয়া, এ.এস.আই. ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্সগণ পৃথক দু’টি অভিযান চালিয়ে আনন্দপুর, নিয়ামতপুর ও নারকিলা থেকে তাদেরকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথকভাবে ৩টি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, আটক রতন বিশ্বাস ও বিজন দাস-কে ঘটনাস্থলে ৩লিটার এবং সবুজ দাস ও মতিন্দ্র দাসকে ৪লিটার দেশীয় চোলাই মদসহ এবং শামছু মিয়াকে মদ সেবন অবস্থায় আটক করা হয়।
এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, গতকাল ৫জন মাদক বিক্রেতা ও মাদক সেবীকে আটক করে কোর্টে সোর্পদ করা হয়েছে। সেইসাথে তিনি আরো বলেন, মাদক ও জুয়া আমি নিমূল করবো। মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।