শাল্লা প্রতিনিধি::-
সুনামগঞ্জের শাল্লায় শেষ দিনে উৎসব বিহীন ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।১৫ এপ্রিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সহ ভাইস চেয়ারম্যান প্রাথীরা তাদের নিজস্ব বলয়ের নেতাকর্মী, সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। তবে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আমেজ বা নেতাকর্মীদের সঙ্গে তেমন লোকজন দেখা যায়নি।
উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে অনুষ্ঠিত হবে এ উপজেলা পরিষদের নির্বাচন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড.দিপু রঞ্জন দাশ, এ্যাড. অবনী মোহন দাশ, গনেন্দ্র চন্দ্র সরকারকে অল্প সংখ্যক নেতাকর্মী, সমর্থক নিয়ে নির্বাচন অফিস কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৯ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ই এপ্রিল। যাচাই-বাছাইয়ে যদি কোন প্রার্থী বাদ পড়েন তারা জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২শে এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩শে এপ্রিল।