নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ দিরাইয়ে “স্বপ্নছোঁয়া যুব সংঘ “নামে একটি সামজিক সংগঠনের আত্বপ্রকাশ হয়েছে। প্রতিষ্টালগ্নে সংগঠনটির আহবায়ক মো: এমদাদুল হক চৌধুরী (এমদাদ), যুগ্ম আহবায়ক মো: ছদরুল ইসলাম, অপুর্ব তালুকদার,ফখরুল ইসলাম ও মো: সুজাত মিয়া কে সদস্য সচিব করে ২৫ সদস্যের এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো করিমপুর ইউপির সদস্য মো: রুবেল মিয়া, সাবেক ইউপি সদস্য, মো: আজিজ মিয়া মো: মোজাম্মেল হক মো: জাফর ইকবাল চৌধুরী মো: ওয়াদুূূদ মিয়া মো: সামসুল ইসলাম মো:- দিলোয়ার চৌধুরী মো: সেমন তালুকদার। মো: রবিনুর চৌ মো: সজিব চৌ:মো: আবুল জাহান মো: আন্জব আলী মো: মনসুরুজ্জামান, গোবিন্দ অরুন তালুকদার মো: মুকুল মিয়া মো: মাসুম চৌ: মো: শাহাব উদ্দিন , রতন তালুকদার মো: মেহদি হাসান সৌরভ।
সংগঠনে আহবায়ক এমদাদুল হক চৌধুরী বলেন, সমাজের সকল সমস্যা সমাধান ও আর্তমানবতার সেবার লক্ষে আমাদের পথচলা ও সকলের দোয়াপ্রার্থী।