দিরাই প্রতিনিধি ঃ- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সবকিছুতে দেশ এগিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের অনেক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। গণমাধ্যমের চেহারা অনেকটা বদলে গেছে। বর্তমানে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন থাকার কারনে নিজেরাই একেকজন মাল্টিমিডিয়া কর্মী। একটা সময় ছিল তা কল্পনাতীত। কিন্তু এর মধ্যে নিয়ন্ত্রণহীন ভাবে তা পরিচালনা করার কারনে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে। গণমাধ্যমের প্রধান হাতিয়ার হলো ভারসাম্য। বর্তমান সময়ে সোস্যাল মিডিয়ার অপব্যহারের কারনে গণমাধ্যম ভারসাম্যহীন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য যে চারটি সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে সোস্যাল মিডিয়ার অপব্যবহারের কারনে। তার মধ্যে একটি হলো সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ের ঘটনা। সেই ঝুমন দাসের কথা আপনারা নিশ্চয়ই ভূলে যাননি। নাসির নগর, রামুর ঘটনাটিও এই সোস্যাল মিডিয়া অপব্যহারের কারনে। সুতারং সোস্যাল মিডিয়াকে এখনই নিয়ন্ত্রণে রাখতে হবে। ভাটির জনপদ সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে শ্যামল দত্ত বলেন, বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী। বরেন্য সাংবাদিক প্রয়াত সালেহ চৌধুরী,শাহ আব্দুল করিম,হাছান রাজা রাধারমন দত্তের জন্ম হয়েছে যে এলাকায় কখনো অবহেলিত থাকতে পারেনা। শাল্লা উপজেলার সাথে এখনো সড়ক যোগাযোগ নেই সেটি বিশ্বাস হয়না।এটা বাংলাদেশের একটি বিরল ঘটনা। তিনি দিরাইয়ে গণমাধ্যম কর্মীদের জন্য প্রেসক্লাব ভবন সহ সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য কে তুলে ধরবেন। গতকাল শুক্রবার বিকেলে দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, দিরাই পৌরমেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ , সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক যুগান্তর এর অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, সিলেট প্রেসক্লাবের কোষাধক্ষ্য কাউসার চৌধুরী, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান,সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, সমাজ সেবি প্রদ্যুত কুমার দাস,সাংবাদিক সিদ্দিকুর রহমান চৌধুরী,আল হেলাল, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। অনুষ্ঠানে জনপ্রতিনিধ,রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা, সিলেট, সুনামগঞ্জ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। |
দৈনিক দিরাই শাল্লা
৯:২৯ অপরাহ্ণ