শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিরাইয়ে শহীদ পরিবারের স্বজন ও বীরাঙ্গনাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার রফিনগর গ্রামের শহীদ নুরুল ইসলাম নুরুর বাড়ীতে গিয়ে তাঁর মা ফুলজান বিবি ও পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ, ডিস্ট্রিক ফেসিলেটর সিলেট (ডিএফ) আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
শহীদ জগৎজ্যোতি তালুকদারের বোন ফুলু রানীর দাসের বাড়ী উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামে গিয়ে জেলা প্রশাসনের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, গীর্বান প্রসাদ রায় সঙ্কু, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, মোশাহিদ আহমদ, উপজেলা নির্বাহী অফিসের সিও স্বপন কুমার দাস, ছাত্রলীগ নেতা অসীম তালুকদার।
উপজেলার শ্যামারচর ও চন্ডিপুরগ্রামে গিয়ে জীবিত ৫জন বীরাঙ্গনাকে ফুলেল শুভেচ্ছা ও তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মুখলেছুর রহমান।
জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ জাতী কখনো শোধ করতে পারবেনা। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত রাখতে হলে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ও তাদের পরিবারকে সম্মান প্রদর্শন করতে হবে। এরই ধারাবাহিকতায় আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহীদ পরিবার ও বীরাঙ্গনাদের ফুলেল শুভেচ্ছা জানাতে আমরা এখানে এসেছি।
উল্লেখ্য রফিনগর গ্রামের আফসর উদ্দিনের পুত্র নুরুল ইসলাম নুরু সুনামগঞ্জ কলেজে পড়া অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে অংশ গ্রহণ করে। পাকহানাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হলে ডলুরা গণকবরে সমাহিত করা হয় জাতীর এই শ্রেষ্ঠ বীর সন্তানকে।
এদিকে দিরাই উপজেলা প্রশাসন ও খেলাঘর’র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে খেলাঘরের সভাপতি সুধাসিন্ধু দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, স্বপন কান্তি দাসের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লা। বক্তব্য দেন সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, শিক্ষক অঞ্জন রায়, কামনাশীষ রায়, শুভ দাস প্রমুখ।