শাল্লায় হাওর রক্ষা বাঁধের কাজ শুরু

হাবিবুর রহমান হাবিবঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কাবিটা স্কীম প্রনয়ণ ও বাস্তবায়ন কমিটির আওতায় ২০২১-২২ অর্থ বছরের হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে।
১৫ ডিসেম্বর বুধবার শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মুক্তাদির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, উপজেলার উদগল বিল হাওরের ৩০, ৩১,৩২,ও ভেড়াডহর হাওর উপ-প্রকল্পের  ৩৭নং  পিআইসির কাজের শুরুর মধ্যে দিয়ে ২০২১-২২ অর্থ বছরের কাবিটা কাজের  উদ্বোধন করেন।
এসময় সংশ্লিষ্ট পিআইসির সভাপতি, সদস্য সচিব, সদস্য, স্থানীয় মিডিয়া কর্মী সহ প্রমূখ লোকজন উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করে,
 কৃষকের কষ্টার্জিত বোর ফসল রক্ষার্থে হাওর রক্ষা বাঁধের কাজের সাথে জড়িত  সংশ্লিষ্ট সকলের  সহযোগিতা কামনা করেন।
এবার পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখার অধীনে প্রায় ১৩৬ টি পিআইসির কাজ হবে বলে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়।