দিরাই প্রতিনিধি : দিরাই উপজেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুনামগঞ্জ জেলা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী সোহেল আহমদ ছইল মিয়ার ব্যক্তিগত উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় দিরাই পৌর শহরের কলেজ রোডের চেম্বারটি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান। এসময় বক্তব্যে মতিউর রহমান বলেন, দিরাইয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সংকটকাল চলছে। যোগ্য নেতৃত্বের অভাবে বৃহৎ দলটি আজ দ্বিধাবিভক্ত। নিজেদের মধ্যে মারামারি করে মামলা-মোকদ্দমায় নেতাকর্মীরা জর্জরিত। এ সংকট উত্তরণে ঐক্যের বিকল্প নেই। আগামী দিনে দিরাই শাল্লার উন্নয়নে অংশীদার হতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মজির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা ও দিরাই উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করম উদ্দিন, প্রচার সম্পাদক ইদন মিয়া, সদস্য ধনীর রঞ্জন রায়, শংকর নাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া, আওয়ামী লীগ নেতা মকসদ আলম, আব্দুল হান্নান, যুবলীগ নেতা রুবেল সরদার, হাসান চৌধুরী প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।