শাল্লা প্রতিনিধিঃ
শাল্লা উপজেলায় বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭ টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর ও পাশের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আনন্দপুর গ্রামের গরীব কৃষক সমর শীলের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি গাভী বাড়ির পশ্চিম পাশে ছায়ার হাওরে ঘাস খাওয়ার জন্য বাধা ছিল। সেখানেই ব্জ্রপাতে গরুটি মারা যায়। এসময় পাশের নিয়ামতপুর গ্রামের (ছোট হাটির) কৃষক যোগেশ দাসেরও প্রায় ৯০ হাজার টাকা মূল্যের দুইটি গরু বাড়ির পূর্ব দিকের উদগল হাওরে ব্জ্রপাতে মারা যায় বলে গ্রামবাসী জানায়। গরু তিনটির মৃত্যুতে উভয় পরিবারে হতাশা বিরাজ করছে।
শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন এই মাত্র তিনটি গরু ব্জ্রপাতে মারা গেছে বলে খবর পেয়েছি। উপজেলায় আর কোন হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে তিনি জানান।